মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট ৪২০পিস কম্বল হস্তান্তর করলো আশা
প্রকাশিত:মঙ্গলবার, ০৫ ডিসে ২০২৩ ১১:১২
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর নিকট শীতার্তদের মাঝে বিতরণের উদ্দেশ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে ৪২০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এ কম্বল হস্তান্তর করেন আশা মৌলভীবাজার জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: কুতুব মিয়া।
এসময় সরকারি উর্ধতন কর্মকর্তা ও আশার রিজিওনাল ম্যানেজার চন্দন কুমার দেব,ম্যানেজার এমএসএমই মোঃ মাসুদুর রহমান, সিনিয়র ব্রাঞ্চ ম্যনেজার মো:তৌহিদুর রহমান, মো: শাহ আলম, এসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মো এহসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আশা প্রতি বছরই নিজস্ব আয় থেকে সারা দেশের প্রতিটি জেলায় এই কম্বল হস্তান্তর কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজারে এই কম্বল হস্তান্তর করা হয়েছে।