ছাতকের রুহুল আমিন ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি পালিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ ডিসে ২০২৩ ০৯:১২

ছাতকের রুহুল আমিন ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি পালিত

ছাতক প্রতিনিধি:-  সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রুহুল আমিন ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বনফুলে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

এসময় ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক, জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সুনামগঞ্জ জেলার প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক, আতিকুর রহমান, ছাতক উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক নেতা মাষ্টার রেজ্জাদ আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ফজল উদ্দিন, সদস্য ও সিলেট নিউজ ওয়ানের পরিচালক এ.আর সায়েম, সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক মেম্বার খছরু মিয়া, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অফিস সম্পাদক আসিক উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মহিম উদ্দিন, সদস্য হুসাইন আহমদ, সুলেমান আহমদ, শিহাব উদ্দিন, রেদওয়ান আহমদ, হাফিজুর রহমান, কলিম উদ্দিন, জাকির হুসেন, এমরান আহমদ, আব্দুল্লাহসহ প্রমুখ।

রুহুল আমিন ফাউন্ডেশনের ৭ম বছরের কার্যক্রম সমুহ: ছৈয়দ আলী জামে মসজিদে অনুদান ও টিউবওয়েল দান, গরিব ও এতিমদের অর্থ প্রদান, হাত ধলানী গ্রামে ঘর প্রদান, গরিব ছাত্র ছাত্রীদের অর্থ দান, গরিব অসহায়দের বিয়েতে সহযোগিতা করণ, বিভিন্ন গ্রামে টিউবয়েল স্থাপন, প্রতিবছর শীতকালীন সময়ে শীত বস্ত্র বিতরন, করোনা বন্যার সময় অসহায়দের মাঝে ত্রান বিতরণ, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরনসহ ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের মাঝে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মরহুম ছৈইদ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী পল্লীবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, কমিউনিটি নেতা রুহুল আমীন দীর্ঘদিন ধরে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব ও হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ২০১৬ সালের ৫ই ডিসেম্বর গঠন করেন রহুল আমিন ফাউন্ডেশন এখন থেকে উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাবেন বলে ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমীন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ