১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৪ ডিসে ২০২৩ ০৯:১২
বিশেষ প্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন‘র মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ডিসেম্বর মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম যাচাই-বাচাই শেষে এ ঘোষণা দেন।
সূত্রে জানা গেছে, তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলর ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। যুক্তরাজ্য জাতীয় পার্টি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক ও পল্লী-বন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক ডিজিটাল জেলা হিসাবে গড়ে তুলার ঘোষণা দিয়ে বলেন, আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ প্রযুক্তিসহ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যে দক্ষতা প্রয়োজন তা আমার আছে। এসব বাস্তবায়নে পরিকল্পিত উদ্যোগ ও বাস্তবায়নে কাজ করবো। তিনি মৌলভীবাজার-৩ আসনের সকল সম্মানিত নাগরিক, ভোটার, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনে ১১ প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থিতা বৈধ ও ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম সিআইপি, বাংলাদেশ ইসলামি ঐক্য-ফ্রন্টের মো: আব্দুর রউফ, জাকের পার্টির মো: আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি-জোটের ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো: জিল্লুর রহমান, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, ওয়ার্কার্স পার্টি তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির দুই নেতা আলহাজ্ব মোঃ রুহুল আমিন এবং আলতাফুর রহমান ও এনপিপির মোঃ আবু বকর। আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর প্রার্থীরা এই ঘোষণার বিপরীতে আপিল করতে পারবেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766