জেএএস ফাউন্ডেশন অন্বেষণ মেধা বৃত্তি প্রতিযোগিতা ২০২৩ এর ফল প্রকাশ

প্রকাশিত:শনিবার, ০২ ডিসে ২০২৩ ০৯:১২

জেএএস ফাউন্ডেশন অন্বেষণ মেধা বৃত্তি প্রতিযোগিতা ২০২৩ এর ফল প্রকাশ

সুরমাভিউ:-  “মানবতাবোধ জাগ্রত হোক মানবকল্যাণে” স্লোগানকে সামনে রেখে জেএএস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অন্বেষণ মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৩ ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২রা ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পরীক্ষার নিয়ন্ত্রক কমিটির প্রধান আবির শেখ সহ কমিটির দায়িত্বপ্রাপ্তরা জেএএস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকারের হাতে ফলাফল হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ১১ই নভেম্বর ২০২৩ অন্বেষণ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সিলেট নগরীর প্রায় ৪০টি স্কুলের ২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তিপ্রাপ্তদের মাঝে সর্বমোট ১ লক্ষ টাকা বৃত্তি প্রধান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

যেসব শিক্ষার্থীরা বৃত্তি প্রাপ্ত হয়েছে তাদের শ্রেণি অনুযায়ী নিম্নোক্ত রোলসমূহ প্রকাশ করা হলো:
চতুর্থ শ্রেণি: ১ম ১০৪৮, ২য় ১৮০১, ৩য় ১০৫২ এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১০৩৮, ১০৯৭, ১০১৭, ১০১৪, ১৮২৫, ১৮২৭, ১০১৯।

পঞ্চম শ্রেণি: ১ম ১৭০৩, ২য় ১১২৫, ৩য় ১৭৩১ এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১১৭১, ১১১২, ১১১৬, ১৭২২, ১৭৩৩ (২), ১৭১৩, ১৭২৪।

ষষ্ঠ শ্রেণি: সাধারণ বৃত্তি পেয়েছে ১২১৪, ১২০৪, ১২২৭, ১২২৬, ১২০৩, ১২৬৪, ১২১৫, ১২২৫, ১২৬৮।

সপ্তম শ্রেণি: সাধারণ বৃত্তি পেয়েছে ১৩০৫, ১৩১২, ১৩২৯, ১৩০৬, ১৩২৮, ১৩০৪, ১৩৩৭, ১৩১১, ১৩০৭, ১৩৩৫।

অষ্টম শ্রেণি: সাধারণ বৃত্তি পেয়েছে ১৪১৩, ১৪০৫, ১৪০৬, ১৪০৩, ১৪০৮, ১৪৩১ (১), ১৪৪৯, ১৪৬২, ১৪৪৪, ১৪২০।

নবম শ্রেণি: সাধারণ বৃত্তি পেয়েছে ১৫৪২, ১৫০২, ১৫০৭, ১৫০৬।

দশম শ্রেণি: সাধারণ বৃত্তি পেয়েছে ১৬৩২, ১৬০১, ১৬৩৫, ১৬০২, ১৬০৪, ১৬২৭, ১৬০৮, ১৬০৬।

এ সংক্রান্ত আরও সংবাদ