১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০২ ডিসে ২০২৩ ০৯:১২
সুরমাভিউ:- ‘বইকেনার জন্য মেলায় আসা। বেশ কয়েকটি স্টল ঘুরে বই সংগ্রহ করেছি ৫ টি। বিশেষ করে লেখকদের জন্য মেলায় নির্ধারিত দুটি স্টল এবং একটি লিটল ম্যাগ স্টল কেমুসাস মেলায় এবারই প্রথম লক্ষ্য করলাম। একজন লেখক হিসেবে আয়োজকদের এই আয়োজন নি:সন্দেহে প্রশংসাযোগ্য।’ কথাগুলো বলছিলেন সিলেটের ওসমানীনগর থেকে বইমেলায় আসা লেখক এম ইব্রাহিম আলী।
শনিবার (২ ডিসেম্বর) সপ্তদশ কেমুসাস বইমেলার ২য় দিনে এই ছিলো একজন লেখকের অভিব্যক্তি। মেলার স্টল মালিকরা বলছেন, ৫ ডিসেম্বর থেকে মেলা জমে উঠবে। বিশেষ করে মেলাপ্রাঙ্গণে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রকাশনা অনুষ্ঠান থাকায় পাঠকদের আরো আগ্রহ বেড়ে যাবে।
মেলায় পাপড়ি প্রকাশনার স্টলে কথা হয় ছড়াকার কামরুল আলমের সাথে। তিনি জানালেন, প্রথমদিনই নিজের প্রকাশিত বইগুলো ব্যাপক বিক্রি হয়েছে। ২য় দিন পাপাড়ি প্রকাশনা থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের বই বিক্রি হয়েছে। তবে বিক্রি একটু কম হলেও একেবারে অসন্তোষজনক নয়।
জসিম বুক হাউসের স্বত্বাধিকারী জসিম উদ্দিন জানান, কেমুসাস মেলায় এবারের আয়োজন সম্পুর্ণ ব্যতিক্রম। আশা প্রকাশ করছি-মেলা প্রাঙ্গণে এসে কোনো পাঠকই হতাশ হবেন না। বরং দেশের স্বনামধন্য প্রকাশনা থেকে প্রকাশিত বইগুলো হাতের নাগালে পেয়ে যাবেন।
এদিকে সপ্তদশ বইমেলার কর্মসুচী অনুযায়ী মেলার ২য় দিন ছিল চিত্রাংকন প্রতিযোগীতা। প্রতিযোগীতায় তিনটি গ্রুপ থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আজ ৩ ডিসেম্বর মেলা প্রাঙ্গনে রয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা। ‘খ’ ‘গ’ এবং ‘ঘ’ এই তিনটি গ্রুপের প্রতিযোগীরা এতে অংশ গ্রহণ করবেন। প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন বইমেলা উৎসব কমিটির আহবায়ক অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো. কাওসার আহমদ।
বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী বলেন, শুক্রবার সপ্তদশ কেমুসাস বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত গুনী শিল্পী সুষমা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ও জাতিসত্তার কবি নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির ফোকলরবিদ, পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
এবারের বইমেলাটি সাহিত্য সংসদের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766