সুনামগঞ্জ-৫ ছাতক -দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ নভে ২০২৩ ১১:১১

সুনামগঞ্জ-৫ ছাতক -দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

হাসান, ছাতক প্রতিনিধি:-  সংসদীয় আসন ২২৮, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা করেছেন ৮ জন প্রার্থী।

এ আসনে নির্বচন করতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৮ জন প্রার্থী তাদের নিজ-নিজ মনোনয়ন পত্র জমা করেছেন।

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় নির্বাচন করতে যারা মনোনয়ন পত্র জমা করেছেন এরমধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,আওয়ামীলীগ (ছাতক), শামীম আহমদ চৌধুরী স্বতন্ত্র ছাতক, মোঃ সাচ্চু বিশ্বাস (মুক্তিজোট) আইয়ুব করম আলী, গণফোরাম ও স্বতন্ত্র (ছাতক), নাজমুল হুদা হিমেল, জাতীয় পার্টি (দোয়ারাবাজার), শেখ ইয়াকুব আলী,জাকের পার্টি( ছাতক), আশরাফ হোসাইন,বিএনএফ (সুনামগঞ্জ), আবু সালেহ বাংলাদেশ সুপ্রিম পার্টি,(দোয়ারা বাজার), আজিজুল হক,ন্যাশনালিষ্ট পার্টি (দোয়ারাবাজার)।

এ সংক্রান্ত আরও সংবাদ