নৌকার প্রার্থী নাদেলকে বরণ করতে প্রস্তুত আ’লীগ; বুধবার বর্ধিত কর্মী সভা

প্রকাশিত:সোমবার, ২৭ নভে ২০২৩ ০৭:১১

নৌকার প্রার্থী নাদেলকে বরণ করতে প্রস্তুত আ’লীগ; বুধবার বর্ধিত কর্মী সভা

কুলাউড়া প্রতিনিধি।। কুলাউড়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে আগামী বুধবার বর্ধিত কর্মী সভার ডাক দিয়েছে উপজেলা আ’লীগ।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আ’লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক এক সভায় এ সিদ্ধান্ত নেন উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।

সভায় কুলাউড়া উপজেলার আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু সভাপতিত্বতে ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম পরিচালনায় বক্তব্য রাখেন , সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাংবাদিক কামাল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক গৌরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, জামাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ দফতর সম্পাদক আব্দুল হাই শামীম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন চিনু, কোষাধক্ষ্য খালেক আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম সোহাগ, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ,
ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকতুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ চৌধুরী তুতি, সাধারণ সম্পাদক তাজ খান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী, জয়চন্ডী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল , কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, কুলাউড়া ইউনিয়নের সভাপতি সৈয়দ কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রাউৎগাওঁ ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, টিলাগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাওলানা ওদুদ বকস, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখদ্দছ আলী, ভুকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল আলম মিটু, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ