সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত:রবিবার, ২৬ নভে ২০২৩ ০৫:১১

সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সুরমাভিউ:-  সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৯টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার দদেশের অন্যান্য আসনগুলোর সাথে সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সিলেট-১ আসনে (সদর-সিটি করপোরেশন) ড. এ কে মোমেন, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে (জৈন্তাপুর-গোয়াইনঘাট-ফেঞ্চুগঞ্জ) ইমরান আহমদ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নূরুল ইসলাম নাহিদ দলীয় মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক দলীয় মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান ও মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ দলীয় মনোনয়ন পেয়েছেন।

হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী দলীয় মনোনয়ন পেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ