নৌকায় ঠাঁই হয়নি ৬ তারকার

প্রকাশিত:রবিবার, ২৬ নভে ২০২৩ ০৯:১১

নৌকায় ঠাঁই হয়নি ৬ তারকার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ আসন নির্বাচনে শোবিজ তারকাদের অনেকেই মনোনয়ন ফরম কিনেছিলেন। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা–১০ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মানিকগঞ্জ-২ আসনে সংগীতশিল্পী মমতাজ বেগম, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর

এদিকে, নৌকায় ঠাঁই হয়নি ডজনখানের তারকার। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও ছিলেন সরব। অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেন। বরিশাল-৩ আসনের মনোনয়ন ফরম নিয়েছিলেন চিত্রনায়ক রুবেল। বাগেরহাট-৩ আসনে চেয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী-৩ এবং ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা  ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন।