দুবাই শারজায় মৌলভীবাজারীদের শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৬ নভে ২০২৩ ০১:১১

দুবাই শারজায় মৌলভীবাজারীদের শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-  দুবাই শারজায় বসবাসকারী প্রবাসী মৌলভীবাজারীদের আয়োজনে শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার স্থানীয় সময় ১০টায় শারজাহ খোরফাক্কানে অনুষ্ঠিত মিলনমেলার এ আয়োজন করেন মৌলভীবাজারের মোঃ খছরু মিয়া, সিপার আহমদ, কামাল মিয়া, হান্নান মিয়া, নুরুল ইসলাম, ময়নুল ইসলাম, আনোয়ার মিয়া, বাবুল আহমেদ, জাহাঙ্গীর, তফাজ্জল হোসেন প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও শীতকালীন মিলনমেলায় মৌলভীবাজারীসহ বাংলাদেশী অর্ধশতাধিক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

আয়োজকরা কর্মস্থল থেকে এসে খোরফাক্কানের ধুধু মরুভূমিতে মিলিত হয়ে খাবার রান্না করে রাতের খাবার খেয়ে যার যার আবাসস্থলে ফিরে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ