সুনামগঞ্জে বলৎকারের শিকার শিশু, থানায় মামলা গ্রেফতার ১

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ নভে ২০২৩ ০৬:১১

সুনামগঞ্জে বলৎকারের শিকার শিশু, থানায় মামলা গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জ সদর উপজেলায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। অভিযুক্ত জিহাদ,(২০) পিতা জামাল মিয়া, মাহমুদুল হাসান অভি,(২০) পিতা মৃত নজির আলী ও স্বাধীন মিয়া (১৬) পিতা বন্দা আলী সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ খান জানিয়েছেন, সোমবার ২০/১১/২০২৩ ইং থানায় হাজির হয়ে শিশুটির বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসান অভি কে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী জানিয়েছেন, আমার ছেলে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অভিযুক্তরা আমার ছেলে কে টাকা ও মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে স্বাধীন মিয়ার বসত ঘরের শয়ন কক্ষে নিয়ে বলৎকার করে এবং মোবাইলে তার ভিডিও ধারণ করে এবং প্রাণে মারার ভয় দেখিয়ে কাউকে এই ঘটনা না বলতে বলে। আমার ছেলে অসুস্থ বোধ করলে তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এনে ভর্তি করি।

অভিযুক্তরা সেই বলৎকারের ভিডিও নেটে ছেরে দেয়। সেই ভিডিও বলৎকারের স্বিকার শিশুটির মামার নজরে আসলে জানাজানি শুরু হয় এক সময় শিশুটিকে জিজ্ঞাসা করলে ঘটনার বিবরণ তার বাবার কাছে খুলে বলে।

অভিযোগের সত্যতা স্বিকার করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান অভিযুক্ত মাহমুদুল হাসান অভি কে গ্রেফতার করা হয়েছে অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ