ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-চাঁদাবাজি বন্ধ করুন: সংগ্রাম পরিষদ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ নভে ২০২৩ ০৯:১১

ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-চাঁদাবাজি বন্ধ করুন: সংগ্রাম পরিষদ

সুরমাভিউ:-  রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে সদস্যদের মধ্যে ‘সদস্য কার্ড ‘বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, মহানগর শাখার সহ-সভাপতি মোহসিন আহমদ ও শহীদ মিয়া, সহ সাধারণ সম্পাদক বিলাল আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন, সদস্য ফখরুল ইসলাম প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে “প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠুু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১” এর দ্রত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারি চালিত যানবাহনের দ্রত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ, দেশের বিদ্যমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিআরটিএ কতৃক লাইসেন্সের প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫ শত টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ