১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২২ নভে ২০২৩ ১১:১১
সুরমাভিউ:- সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের এসি বগিতে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেন নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে বগি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Helpline - +88 01719305766