জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রকাশিত:সোমবার, ২০ নভে ২০২৩ ০১:১১

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম।

এ বছর দলটির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিদিন দুই বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ নভেম্বর, রংপুর ও রাজশাহী বিভাগ। ২৫ নভেম্বর, খুলনা ও বরিশাল বিভাগ। ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। ২৭ নভেম্বর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। ২৮ নভেম্বর, জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে ৩০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ