২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১৯ নভে ২০২৩ ০৬:১১
মোঃ তাজুদুর রহমান:- আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করায় নিজ এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন নাদিয়া সুলতানা শিমু।
গত ১৫ নভেম্বর বুধবার সিলেট’র উপশহরস্থ গার্ডেন ইন হোটেলে মোগলাবাজার সমিতি সিলেট’র উদ্যোগে সমিতির সদস্য রাহাদুজ্জামান রাহাদ এর মেয়ে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২০২৩ এ ইংরেজী সাহিত্য বিচারক নাদিয়া সুলতানা শিমুকে আন্তর্জাতিক স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা পুরস্কার অর্জন করায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এর পরিচালনায় ও শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আরিফ উদ্দিন রায়হানের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান, সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেইন পাপ্পু, প্রচার সম্পাদক আব্দুল মোনায়েম, নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ মামূনুর রশীদ, সমিতির সদস্য ও সংবর্ধিত অতিথির পিতা রাহাদুজ্জামান রাহাদ, সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক ভূইয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্থবায়ন সংস্থার সিলেট জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন নজরুল, লতিফা শফি চৌধুরী, মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডি’র সদস্য মইনুল ইসলাম মঞ্জুর, রাজনীতীবিদ আব্দুল জব্বার, সিলেট চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মহাসচিব শহিদুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী মোঃ ফরিদ আহমদ এবং সংবর্ধিত অতিথি নাদিয়া সুলতানা শিমুসহ সমিতি’র সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন- এ অর্জন শুধু মোগলাবাজার-সিলেটের নয় বরং সারা বাংলাদেশের। আমরা নাদিয়া’র উত্তরোত্তর কল্যাণ কামনা করি।
নাদিয়া’র বাবা জানান- মূলত এই অর্জনের পিছনে মানুষের দোয়া এবং আমার ছেলের উৎসাহ ছিল বিধায় আমার মেয়ে আজ এ পর্যন্ত এসেছে।
অনুষ্ঠানে হযরত শাহ পরান (রহ:) মাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ এর দোয়ার মাধ্যমে এবং সংবর্ধিত অথিতি-কে সম্মাননা ক্রেস্ট দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
উল্লেখ্য গেলো ৫ই নভেম্বর অনুষ্ঠিত ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল লাম, স্মৃতি ভবনে বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ আয়োজিত ২দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৩ গুণীজন ও কবি সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সম্মেলনে এপার ওপার বাংলাসহ ৫টি দেশের বিশিষ্ট কবি, সহিত্যিক, সাংবাদিকসহ প্রায় ২ হাজারেরও বেশি গুণীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের রাহাদ উজ্জামান রাহাদ ও নাজমিন বেগমের কন্যা নাদিয়া সুলতানা শিমুকে সাহিত্যে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Helpline - +88 01719305766