মাধবপুরে উপজেলা ‘কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১৮ নভে ২০২৩ ০৬:১১

মাধবপুরে উপজেলা ‘কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:- মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন।

শনিবার (১৮- নভেম্বর) মাধবপুর উপজেলার ২৫টি কিন্ডারগার্টেন স্কুলের ৮শত ৩৭ জন শিক্ষার্থীদের নিয়ে মাধবপুর প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ সালে প্রতিষ্ঠার শুরু থেকে মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকবৃন্দ।

বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।

এতে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া।
পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন অত্র সমিতির সভাপতি মোঃ আলী আকবর এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির খাঁন, মোঃ মাজাহারুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, সাংবাদিক শেখ মোঃ শাহিন উদ্দিন, কিন্ডারগার্টেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মোঃ মিসির আলী, সোহেল মোল্লা সহ মাধবপুর কিন্ডারগার্টেন সমিতির নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ