২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১৮ নভে ২০২৩ ০৭:১১
সুরমাভিউ:- বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির নেয়া “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচী সফলের লক্ষে কানাইঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় কানাইঘাট উত্তর বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় প্রধান প্রতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শাহীন আহমদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বশীল পদধারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ সিলেট-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে যিনি আসবেন তার পক্ষে কাজ করার আহবান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নেয়া “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচী সারা দেশব্যাপী চলমান রয়েছে।
এ কর্মসূচীর মধ্যে ভোট প্রার্থনাকর্মী ও ট্রেইনার বিষয়ে তিনি বলেন তাদের মাধ্যমে দেশের সামগ্রীক উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে সকল ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব তাদের রয়েছে।
Helpline - +88 01719305766