২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৭ নভে ২০২৩ ১০:১১
সেলিম আহমেদ, সিনিয়র রিপোর্টার:- কুলাউড়ার রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ববার হস্তান্তর করেছেন উপদেষ্ঠা কমিটির নেতৃবৃন্দরা।
দায়িত্ব হস্তান্তর পরবর্তী একসভা নব-নির্বাচিত কমিটির সভাপতি শেখ রুহেল আহমদের সভাপতিত্বে ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এদিকে ১৩ নভেম্বর সোমবার রাতে নির্বাচনকালীন উপদেষ্ঠা কমিটির আহবায়ক কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক মেম্বার ও বাজারের ব্যবসায়ী মোঃ রফি উল্ল্যাহ এর সভাপতিত্বে দায়িত্ববার হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাজারের সর্বস্থরের ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি শেখ রুহেল আহমদ।
ব্যবসায়ী বাবুল আহমদের উপস্থাপনায় এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দিন কবির, উপদেষ্ঠা কমিটির সদস্য হাফিজ আব্দুল বারী খান, সূর্য নারায়ন নাইডু, সন্যাসী নাইডু, কুদরত মিয়া, আব্দুল মন্নান, সমিতির সাবেক সহ-সভাপতি মায়া মিয়া, রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি কামাল আহমদ, দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক লিটন আহমদ, সহ-সাধারণ সম্পাদক পলাশ চক্রবর্তী, কোষাধ্যক্ষ আব্দুল মতিনসহ নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
নব-নির্বাচিত সভাপতি শেখ রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক লিটন আহমদ জানান, বিগত সময়েও ব্যবসায়ীরা আমাদেরকে অকুন্ঠ সমর্থন দিয়েছেন। আমরা সাধ্যমত কাজ করেছি। গত পরিষদ পরিচালনার অভিজ্ঞত কে কাজে লাগিয়ে আমরা আশাবাদী অতীতের ন্যায় আগামীতেও বাজারের সার্বিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবো। এতে সকলস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা চাই।
Helpline - +88 01719305766