তফসিল ঘোষণায় দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা অরাজকতা ও মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে: হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

প্রকাশিত:শুক্রবার, ১৭ নভে ২০২৩ ০৮:১১

তফসিল ঘোষণায় দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা অরাজকতা ও মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে: হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

সুরমাভিউ:-  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলছেন, চলমান সংঘাতময় পরিস্থিতিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেশকে অনিবার্য ভাবে গভীর রাজনৈতিক অস্থিতিশীলতা অরাজকতা ও মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে। একতারফা  নির্বাচনের এই তথাকথিত তফশীল দেশের জনগণ মানবে না। ইসলাম দেশ মানবতার রক্ষার স্বার্থে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কোন বিকল্প নেই। তা না হলে পরিস্থিতি আরো জটিল হবে এই নির্বাচন কমিশন জেনে শুনেই দেশকে গভীর সংকটের মধ্যে ফেলে দিতে তফসিল ঘোষণা করলো যা দেশকে মহাবিপর্যয়ের ডেকে আনবে।

শুক্রবার (১৭ নভেম্বর) শুক্রবার বিকাল ৩টায় নগরীর সুরমা মার্কেটের দলীয় কার্যালয় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আঘাত নজির আহমদ, মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি হালার ফজলুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা  পরিষদের মহানগর সভাপতি মাওলানা হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, ইসলমী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মহানগর সভাপতি মোঃ জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, নগর সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ