নবীগঞ্জে তফসিলকে প্রত্যাখান করে বিএনপির মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ নভে ২০২৩ ০৬:১১

নবীগঞ্জে তফসিলকে প্রত্যাখান করে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিনিধি:-  জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখান করে অবরোধের সমর্থনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

বৃৃহস্পতিবার সকালে নবীগঞ্জ শহরে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়ার নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিক টাওয়ারের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় যুবদল নেতা অলিউর রহমান অলির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাখান করেন এবং তফসিল বাতিল করে তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবী জানান।

এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার আব্দুল আলীম ইয়াছিনি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বাছিতুর রহমান রুহেল, নিতেশ দাশ, ওয়াছির মিয়া, যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আবুল কালাম মিঠু, শেখ শিপন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েদ আহমদ, আল আমিন তালুকদার, এবাদুর চৌধুরী, রাজন আহমেদ রাজ, শামীম আহমেদ, মামুন আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহাগ চৌধুরী, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হোসাইন তালুকদার, ছাত্রদল নেতা শাহজাহান আহমেদ, মজিদ মিয়া, নাদিম আহমেদ, আহবাব আহমেদ সানি, জাবেদ আহমেদ, মুর্শেদ আহমেদ, রাজিব আহমেদ, রশিদ মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ