দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ নভে ২০২৩ ১১:১১

দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের মঞ্চে এলে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা যেন খেই হারিয়ে ফেলে। গায়ে লেগেছে চোকার্স তকমা। এবারও হলো তাই! ব্যাট হাতে ব্যর্থতার মিছিল, ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মহড়ায় কপাল পুড়েছে প্রোটিয়াদের।

ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ২১২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে দারুণ শুরুর পরও বিপাকে পড়ে অজিরা। তবে শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিয়ে অস্ট্রেলিয়া অষ্টমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে।

আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অজিদের সামনে মিশন হেক্সা আর ভারতের সামনে তৃতীয় ট্রফির হাতছানি।

এ সংক্রান্ত আরও সংবাদ