টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ নভে ২০২৩ ০৯:১১

টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন

টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল।

পুলিশ সূত্র জানায়, রাত ৩টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর একটি কমিউটার ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ