নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে কানাইঘাট আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের আনন্দ মিছিল

প্রকাশিত:বুধবার, ১৫ নভে ২০২৩ ০৯:১১

নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে কানাইঘাট আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের আনন্দ মিছিল

সুরমাভিউ:-  দ্বাদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে তাৎক্ষনিক কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল উপজেলা আওয়ামীলীগ এর অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পশ্চিম বাজার পয়েন্টে এসে এক পথসভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালায় পথ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।

পথসভায় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাসুক আহমদ, ফারুক আহমদ, ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, কাউন্সিলর বিলাল আহমদ, কেএইচএম আব্দুল্লাহ, মফিজুর রহমান বাবলু, কাউন্সিলর বিলাল আহমদ, শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক মামুন আহমদ, ইকবাল আহমদ, যুবলীগ সভাপতি এনাম আহম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মুমিন, কৃষক লীগের সভাপতি আবুল হারিছ, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ান আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি হারিছ আহমদ, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা হাজী শরিফ প্রমুখ।

পথসভায় মস্তাক আহমমদ পলাশ বলেন সংবিধান এবং গনতন্ত্রকে সমুন্নত রাখতে নির্বাচন কমিশন কর্তৃক মহান জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ই জানুয়ারী ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের তনয়া সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত করে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। বিএনপি-জামাতের নৈরাজ্য নাশকতাকে সতর্কতার সহিত মোকাবেলার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ