লাখাইয়ে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার শাহাজান চিশতী আর নেই।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ১৩ নভে ২০২৩ ০৫:১১

লাখাইয়ে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার শাহাজান চিশতী আর নেই।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:-  হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা উপজেলায় সর্বজন স্বীকৃত সাদা মনের মানুষ পরিচিত প্রিয় মুখ কাজী শাহজাহান চিশতী মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ৩ টার দিকে উপজেলা মুড়িয়াউক গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সোমবার দুপুর ২ টায় মুড়িয়াউক মাদ্রাসা মাঠে নামাজায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা উপস্থিতিতে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।

এসময় উপজেলার উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল, লাখাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বীর মুক্তিযোদ্ধা গন, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ সহ-সভাপতি এম,এ ওয়াহেদ, আশীষ দাশগুপ্ত সাধারণ সম্পাদক, বাহার উদ্দিন সাংগঠনিক সম্পাদক, বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি এর সভাপতি মহসিন সাদেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে মুড়িয়াউক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান চিশতী মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও চার পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।