কেমুসাসের বইমেলা শুরু ১ ডিসেম্বর স্টল বরাদ্দ চলছে

প্রকাশিত:রবিবার, ১২ নভে ২০২৩ ০৫:১১

কেমুসাসের বইমেলা শুরু ১ ডিসেম্বর স্টল বরাদ্দ চলছে

সুরমাভিউ:-  উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১৬ দিনব্যাপী সপ্তদশ কেমুসাস বইমেলা-২০২৩ আগামী ১লা ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বইমেলা ১লা ডিসেম্বর বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। মেলা সফলের লক্ষে ৩০ নভেম্বর বিকেল ৩টায় সাহিত্য সংসদ থেকে এক প্রচার র‌্যালি বের করা হবে।

স্টল নিতে আগ্রহীদের আগামী ২০ নভেম্বরের মধ্যে আবেদন করারা জন্য আহ্বান করা হচ্ছে। স্টল বরাদ্দের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৫ ৯২৮৩৯৩/০১৬১১ ৭১৯০০১ এই নাম্বারে।

উল্লেখ্য : এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে কেমুসাসের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীকে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ