নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১১ নভে ২০২৩ ০৬:১১

নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-  ৩য় নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নতুনপাড়া এলাকায় ফারিহা একাডেমিতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, ডা. জসীম উদ্দিন খাঁন।

পরিদর্শনকালে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিতে ফারিহা একাডেমিও দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, এখন শিক্ষার্থীদের মধধ্যমে মেধাবৃত্তি প্রদান করছে ফারিহা একাডেমি। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসাহ বাড়বে। তিনি আরও বলেন, ফারিহা একাডেমি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা  থেকে মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেয়েছে। এখন এই প্রতিষ্ঠানের ভেতরে নতুন কারিকুলামের নির্দেশনা অনুযায়ী পাঠদান করতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফারিহা একাডেমির পরিচালক নাসরিন সুলতানা, অধক্ষ্য জাহাঙ্গীর আলম, বিপ্রেস কুমার রায়, ব্যবসায়ী আশরাফুজজ্জামান রনি,অভিভাবক সৈয়দা ফারহানা ইমা, ফারজানা আক্তার, শারমিন সুলতানা, সোহেল আহমদ সহ শতাধিক শিক্ষার্থী অভিভাবক।

৩য় নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষায় এবার বিভিন্ন শ্রেণীর ৩৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৩য় শ্রেণী ক শাখার ৩০ জন, ৩য় শ্রেণী খ শাখার ২৪ জন, ৪র্থ শ্রেণী ক শাখার ৩০ জন, ২য় শ্রেণী ক শাখার ২৪ জন, ২য় শ্রেণী খ শাখার ২৪ জন, ৫ম শ্রেণী ক শাখার ৩০ জন, ১ম শ্রেণী ক শাখার ২৪ জন, ১ম শ্রেণী খ ২৪ জন, ৬ষ্ঠ শ্রেণী ২৪ জন, ৭ম শ্রেণী ২৪ জন, ৮ম শ্রেণী ২৪ জন, প্লে-শ্রেণী ২৪ জন, নার্সারী- লিলি ২৪ জন, দশম শ্রেণী ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ