১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১১ নভে ২০২৩ ০৬:১১
সুরমাভিউ:- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক শনিবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শাখা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি আলহাজ্ব নযির আহমদ।
এসময় তিনি বলেন, জনগণ এখন একজোট হয়েছে, এই ফ্যাসিষ্ট সরকারকে বিদায় নিতেই হবে। দেশ এবং জনগণকে এই শৈরাচার সরকারের হাত থেকে জনগণই মুক্ত করবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে চলমান আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, একতরফা নির্বাচন দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করবেন না। একতরফা নির্বাচন জনগণ মানবেনা।
বৈঠকে বিগত মাসের রেজুলেশন পর্যালোচনা ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান শাহী, দফতর সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফিজ আব্দুল হাফিজ, প্রশিক্ষণ সম্পাদক কে এম ফখরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া খান, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ প্রমুখ।
Helpline - +88 01719305766