শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস পালিত

প্রকাশিত:শনিবার, ০৪ নভে ২০২৩ ০৭:১১

শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস- ২০২৩ উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (৪ নভেম্বর)  দুপুরে দিবসটি পালন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে দিবসটির আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ
হুইপ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি’ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুরাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, মৎসজীবীলীগের সভাপতি আশিকুর রহমান আশিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ