১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৪ নভে ২০২৩ ০৮:১১
সুরমাভিউ:- পিছিয়ে পড়া ও অসচ্ছল শিক্ষার্থী নিয়ে কাজ করা শিক্ষা কার্যক্রমমূলক সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের উদ্যোগে ১ম বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ঢালার পাড় উচ্চ বিদ্যালয় ও ঢালারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৃত্তি পরিক্ষা চলে।মেধা যাচাইয়ের লক্ষে ৫ম ও ৮ম শ্রেণীতে পড়ুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০৬ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেন।
পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আলী উসমান।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমা, ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলাম, পূর্ব ইসলামপুত ইউনিয়ন শাখা তাঁতী লীগের সভাপতি আজিজুল হক, পূর্ব ইসলামপুর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস ছালাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন শাখা যুব লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের প্রধান উপদেষ্টা ফায়জুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্ত
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766