যে কোন দুর্যোগে মানবতার কল্যানে কাজ করা হচ্ছে রেডক্রিসেন্টের লক্ষ্য : মস্তাক আহমদ পলাশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ নভে ২০২৩ ০৮:১১

যে কোন দুর্যোগে মানবতার কল্যানে কাজ করা হচ্ছে রেডক্রিসেন্টের লক্ষ্য : মস্তাক আহমদ পলাশ

সুরমাভিউ:-  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে পাইলট পোগ্রাম্যাটিক পার্টনারশীপ (পিপিপি) প্রকল্পের অধীনে নগরীর ১০ নং ওয়ার্ডে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে মশারী বিতরন কার্য্যক্রম অনুষ্ঠিত হয়।

১০নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ১৪৭টি মশারী বিতরন করা হয়েছে।

মশারী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেন যে কোন দুর্যোগ দুর্বিপাকে রেডক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থাকে। যে কোন দুর্যোগে মানবতার কল্যানে কাজ করা হচ্ছে রেডক্রিসেন্টের উদ্দ্যেশ্য।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।

যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উপ যুব প্রধান -১ চৌধুরী লাবিব ইয়াসির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক যুব প্রধান জালাল উদ্দীন শামীম, বর্তমান যুব প্রধান পলাশ গুন,পিপিপি প্রজেক্টের ফিল্ড ইপিপিআর অফিসার এ বি এম মুওয়াজ্জিন, কমিউনিটি অর্গানাইজার আকতার আহমেদ সহ যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ