জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মসজিদ ই হযরত বিলাল রা. ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ নভে ২০২৩ ০৬:১১

জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মসজিদ ই হযরত বিলাল রা. ভিত্তিপ্রস্তর স্থাপন

সুরমাভিউ:-  সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁওয়ের ডলিয়াস্থ আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানা সংলগ্ন জামেয়া মোহাম্মদিয়া মাদরাসার স্বতন্ত্র জামে মসজিদ “মসজিদ ই বিলাল রা.” এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও এনামী জলসা গত মঙ্গলবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র জামেয়ার মজলিসে শুরা সভাপতি আলহাজ্ব আ.ন.ম. ওহিদ কনা মিয়া।

বক্তব্য রাখেন দারুসসালাম মাদরাসার শায়খুল হাদীস ও মুহতামিম আল্লামা মুফতি ওলিউর রহমান, দারুল কুরআন মাদরাসা শায়খুল হাদীস এহতেশামুল হক কাসেমী, মুফতি ওলিউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আছলাম রহমানী, মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন, মাওলানা বশির আহমদ, শায়েখ মাওলানা সায়ফুল আলম, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নরুল আমিন, জামেয়ার মজলিশে শুরা সদস্য আলহাজ্ব মফিজ আলী মাষ্টার, আলহাজ্ব মাহমুদুল হোসেন সেজু, আলহাজ্ব আব্দুল মান্নান, তাহির আলী, জমশেদ আলী, আবু নাসের, আব্দুর রাজ্জাক, মুতাহির আলী, আব্দুল খালিক, আব্দুল ওয়াদুদ, মাওলানা সাইফুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জামেয়া মোহাম্মদিয়া সিলেটের উদ্যোগে মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী সহ অত্র এলাকার মসুল্লিদের সুন্দর পরিবেশে নামাজ পড়ার সুবিধার্থে মাদরাসা সংলগ্ন “মসজিদ-ই-বিলাল রা:” নামে জামে মসজিদের ভিস্তির স্থাপন সত্যিই প্রশংসনীয়। বক্তারা আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদেরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ