সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরেক জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ সেপ্টে ২০২৩ ১২:০৯

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরেক জনের মৃত্যু

সুরমাভিউ:-  সিলেট মহানগরের মিরাবাজারস্থ দাদা পীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নজরুল ইসলাম মুহিন (৪৭) মারা গেছেন। বুধবার দিনগত (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মুহিন নগরের পশ্চিম পীরমহল্লা ঐক‍্যতান ২১৫/৩-এর মুজিবুর রহমানের ছেলে। বিরতি সিএনজি ফিলিং স্টেশনের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

মুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিবারের ঘনিষ্টজন অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার জাঙ্গাঈল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁও গ্রামের বাদল দাস (৪০)।

১২ সেপ্টেম্বর টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) ও ১১ সেপ্টেম্বর সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিকীর মৃত্যু হয়।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরিত হয়। এতে ওই কক্ষে আগুন লেগে দুই পথচারীসহ ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৭ জন ওই ফিলিং স্টেশনে কর্মকর্তা-কর্মচারী ছিলেন।

হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। দগ্ধদের শরীরে ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছিলো।  ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ