সুনামগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধ দুই’সহোদরের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত:বুধবার, ২০ সেপ্টে ২০২৩ ১০:০৯

সুনামগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধ দুই’সহোদরের পাল্টাপাল্টি অভিযোগ
সুরমাভিউ:-  সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে দুই’সহোদর পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন সুনামগঞ্জ সদর মডেল থানায়।
এক সহোদর সহ ৭ জনের বিরুদ্ধে জায়গা দখল ও মুক্তিযোদ্ধার সন্তানসহ প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকী প্রদর্শনের অভিযোগ দায়ের করেন। অভিযোগটি দায়ের করেছেন তরিকুল ইসলাম তারেক (৪০)। বনগাঁও গ্রামের দিলু মিয়া ভূইয়ার পুত্র নৌবাহিনীর সদস্য আব্দুল হালিম (৪৫), মৃত মোক্তার মিয়ার পুত্র নাজিম উদ্দিন (২৬) ও জসিম উদ্দিন (২৯) এবং সুনামগঞ্জ পৌরসভার নবীনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র মহিবুর রহমান (৬০) সহ এই ৭ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগে প্রকাশ,গত ১৭ সেপ্টেম্বর বিকেল ২টায় বনগাঁও গ্রামের তরিকুল ইসলামের ৪৫ শতক বাড়ীর জায়গা দখলের উদ্দেশ্যে ঐ বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ১০/১৫ ফুট জায়গা নিজের দখলে নিয়ে বাঁশের খুটি বসিয়েছেন নৌবাহিনীর সদস্য আব্দুল হালিম। তরিকুল ইসলামের চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধার সন্তান এনামুল হক অবৈধ দখলের এই ঘটনাটি ভিডিও করতে গেলে জায়গা দখলকারী নৌবাহিনী সদস্য আব্দুল হালিম তাকে চরথাপ্পর মেরে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখান। পাশাপাশি তরিকুল ইসলাম ও এনামুল হকের জায়গা জমিতে দেয়া বাঁশের বেড়া ভেঙ্গে তাদেরকে নিজেদের বসতবাড়ী হতে উচ্ছেদ করারও হুমকী দেন ঐ নৌবাহিনী সদস্য। হুমকির ধারাবাহিকতায় প্রতিপক্ষের জায়গা জমিতে রোপনকৃত গাছ কেটে নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নৌবাহিনী সদস্য আব্দুল হালিম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নহে বরং উদ্দেশ্য প্রণোদিত। আমি কারো জায়গা দখল করিনি। আমার নিজের ক্রয়কৃত জায়গা যাতে অন্য কেউ দখল করতে না পারে সে চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন সাংবাদিকরা এ ব্যাপারে তদন্ত করুন। দোষী প্রমাণিত হলে আপনাদের শাস্তি আমি মাথা পেতে নেবো।
সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন,আব্দুল হালিম ও তরিকুল ইসলাম তারেক উভয়েই একে অপরের আপন সহোদর। তারা দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আমি অভিযোগ দুটির তদন্তের দায়িত্বে থেকে ঘটনাস্থলে সরজমিন তদন্ত করে এসেছি। তাদের দুপক্ষকে সুস্পষ্টভাবে বলে দিয়েছি তারা যেন জায়গা জমি নিয়ে ভবিষ্যতে আর কোন ফৌজদারী অপরাধ কর্মকান্ডে জড়িত না হয়। এবং দুপক্ষই যেন নিরপেক্ষ সালিশীদের দ্বারা সালিশে বসে বিরোধের বিষয়সমূহ নিস্পত্তি করে।

এ সংক্রান্ত আরও সংবাদ