হুমকি দিয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনের ওপর ইমন গ্রুপের গুলি

প্রকাশিত:বুধবার, ২০ সেপ্টে ২০২৩ ১০:০৯

হুমকি দিয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনের ওপর ইমন গ্রুপের গুলি

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুন আদালতে হাজিরা দিতে গেলে তাকে একই মামলার আরেক আসামি ইমন গ্রুপের সদস্যরা দেখে নেয়ার হুমকি দেয়। গত ১২ই সেপ্টেম্বর হুমকি দিয়ে সোমবার রাতেই তার ওপর হামলা চালায় ইমনের অনুসারীরা। ওইদিন রাত ৯টার দিকে মামুন মগবাজার পিয়াসা বার থেকে বের হয়ে তেজগাঁও বিজি প্রেস এলাকায় গেলে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। তাদের এলোপাতাড়ি গুলি মামুনের গায়ে না লাগলেও দু’জন পথচারীর গায়ে লেগে তারা আহত হন। পরে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে মামুনকেও কুপিয়ে আহত করে রেখে যায়।

তারা প্রত্যেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও ডিভিশন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী ইমনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন- ভুবন চন্দ্র শীল এবং মো. আরিফুল নামে দুই পথচারী। মামুনকে কুপিয়ে আহত করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, সন্ত্রাসী মামুন সোহেল চৌধুরী হত্যা মামলায় প্রায় ২০ বছর জেল খেটে তিন মাস আগে মুক্তি পেয়েছে। সোমবার রাতে মগবাজার পিয়াসা বার থেকে মামুন বের হয়ে বিজি প্রেসের সামনে গেলে মোটরসাইকেলে আসা কয়েকজন তার ওপর গুলি চালায়। গুলিতে পাঠাও যাত্রীসহ দুজন আহত হয়েছে। পরে তারা মামুনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। প্রত্যক্ষদর্শী ও মামুনের সঙ্গে কথা হয়েছে। মামুন বলেছে, ১২ তারিখ মামুন কোর্টে হাজিরা দিতে গেলে তাকে ইমন গ্রুপের সদস্যরা হুমকি দেয়। ধারণা করছি ইমন গ্রুপের সদস্যরাই মামুনের ওপর হামলা করেছে।

ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিজুল হক বলেন, এই ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা তদন্তের পাশাপাশি তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন- এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগীরাই এই মামলা করবেন