১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২০ সেপ্টে ২০২৩ ০৯:০৯
সুরমাভিউ:- দক্ষিণ সুরমায় সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মকরম আলী ও সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হান্নান এর বিদায় উপলক্ষে ২০সেপ্টেম্বর বুধবার বেলা ২টায় মাদরাসার হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও শিক্ষক সাহাবুদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাফর আহমদ।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ মকরম আলী, প্রতিষ্ঠাতা সিনিয়র শিক্ষক ও দাতা সদস্য মোঃ আবদুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য হাজী এম. আহমদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুজ জহুর, শরাফত আলী, সেলিম আহমদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপারিন্টিডেন্ট মাওলানা মোঃ আব্দুল বারী, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ কবির উদ্দিন, মাওলানা রায়হান আহমদ, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আমিনা বেগম। দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফিজ মোঃ শামসুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র হুসাইন আহমদ, নাতেরাসুল পেশ করেন মাহিমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষা অফিসার জাফর আহমদ বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষার্থীদের অধ্যবসায় ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766