বিতর্কিত পোস্টের জন্য ভুল স্বীকার করলেন তানজিম সাকিব

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ সেপ্টে ২০২৩ ০২:০৯

বিতর্কিত পোস্টের জন্য ভুল স্বীকার করলেন তানজিম সাকিব

নারীবিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তানজিম হাসান সাকিব। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক পোস্ট করেছিলেন জাতীয় দলের হয়ে এক ওয়ানডে খেলে তানজিম। প্রবল সমালোচনার পর তার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্টদের কাছে নিজের পোস্টের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

বিসিবিও তানজিমকে সতর্ক করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী, এসব বিদ্বেষমূলক আচরণে ক্রিকেটারদের তদন্ত হওয়ার কথা। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে শাস্তিও অনিবার্য। কিন্তু তানজিম কেবল ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন। বিসিবি ভবিষ‌্যতে শুধু তানজিম নয়, সব ক্রিকেটারদের দিকে বাড়তি নজর দেবে বলে জানিয়েছে।

বিস্তারিত আসছে….