আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ অনুষ্টিত

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ সেপ্টে ২০২৩ ০৬:০৯

সুরমাভিউ:-  সুনামগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ-২০২৩ অনুষ্টিত হয়।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার আয়োজনে জেলা সমাবেশ অনুষ্টিত হয়।
সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট কামরুজ্জামান সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃ নুরুল হাসান ফরিদী উপ-পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ, সিলেট।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান পরিচালক-অধিনায়ক ২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর-শ্রীমঙ্গল মৌলভীবাজার, আলী রেজা রাব্বী জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি সিলেট, নিগার সুলতানা কেয়া পরিচালক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও  সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মতিন সাবেক জেলা আনসার কমান্ড্যান্ট, এস এম সালাউদ্দিন ব্যাপস্হাপক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সদর শাখা।

এ সংক্রান্ত আরও সংবাদ