সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

প্রকাশিত:সোমবার, ১৮ সেপ্টে ২০২৩ ০৫:০৯

সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

সুরমাভিউ:-  সিলেট নগরের মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চার জনের মৃত্যু হলো। পাঁচজন এখনো চিকিৎসাধীন।

সবশেষ মারা যাওয়া দুজন হলেন, তারেক আহামেদ (৩২) ও বাদল দাস (৪১)। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে মারা যান তারেক। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে মারা যান বাদল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, তারেকের বাবার নাম গিয়াস উদ্দিন। বাদলের বাবার নাম অর্জুন দাস। তাঁদের বাড়ি সিলেটে।

৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনের কমপ্রেসর কক্ষে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তাঁদের মধ্যে সাতজন ফিলিং স্টেশনটির কর্মচারী, দুজন পথচারী। ৬ সেপ্টেম্বর তাদেরকে ঢাকায় পাঠানো হয়। চার জনের অবস্থা সঙ্কটাপন্ন। এর মধ্যে ১১ সেপ্টেম্বর স্টেশনের ম্যানেজার রুমেল সিদ্দিকীর মৃত্যু হয়। ১২ সেপ্টেম্বর টুকেরবাজারের ইমন আহমদের মৃত্যু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ