মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত- ২

প্রকাশিত:সোমবার, ১৮ সেপ্টে ২০২৩ ১০:০৯

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত- ২
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  টিলাগাঁও এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার ( ১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টা ৫০ মিনিটের সময় টিলাগাও এলাকার শাহপুর গ্রামে এঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, টিলাগাঁও ইউনিয়নের লিয়াকত সরদার (৬৫) ও মহরম আলী ( ৫০) তারা টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা।
কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক  জানান,টিলাগাও এলাকার শাহপুর নামকস্থানে একটি সিএনজি ও ট্রাকের মোখামুখি সংঘর্ষ হলে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ