প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমেরিকা যাচ্ছেন এডভোকেট আফছর

প্রকাশিত:সোমবার, ১৮ সেপ্টে ২০২৩ ০৮:০৯

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমেরিকা যাচ্ছেন এডভোকেট আফছর

সুরমাভিউ:-  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন বৃহত্তর খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ আফছর আহমদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আমেরিকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমেরিকা যাওয়া প্রসঙ্গে এডভোকেট আফছর আহমদ  বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরসঙ্গী হওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। একই সাথে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। জাতির পিতার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এডভোকেট আফছর আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল সফরসঙ্গীদের গন্তব্যে নিরাপদ গমনের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ