২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৭ সেপ্টে ২০২৩ ০৬:০৯
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নেমে মোহাম্মদ সিরাজের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৫০ রানেই গুটিয়ে গেল লঙ্কানরা। তাতেই হয়েছে লজ্জার রেকর্ড। এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে এত কম রানে অলআউট হয়নি আর কোনো দল।
এর আগে এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে কম রানের রেকর্ডটি ছিল বাংলাদেশের অধীনে। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা। দ্বিতীয় রেকর্ডটিও ছিল বাংলাদেশের। ১৯৮৬ সালে একই প্রতিপক্ষের সঙ্গে মাত্র ৯৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্র্ডটি নিজেদের করে নিল লঙ্কানরা।
কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দাসুন শানাকা। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ শুরু হতে দেরি হয়। বৃষ্টি থামলে শুরু হয় খেলা।
ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে কটবিহাইন্ড করান জাস্প্রিত বুমরাহ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে লঙ্কান ব্যাটিং লাইনে ধস নামান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এক ওভারে চার ব্যাটারকে সাজঘরের পথ ধরান তিনি। ২ রানে ফেরেন নিশাঙ্কা। আর রানের খাতায় খুলতে পারেননি সামারাবিক্রমা, আশালাঙ্কা ও ধনঞ্জয়া।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। সিরাজের বোলিং তোপের পর পান্ডিয়া হানা। তাতেই দুমড়ে-মুচড়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রানের ইনিংসটি খেলেন ওপেনার কুশল মেন্ডিস। ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন দুশমন্থ হেমন্ত। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ভারতের পক্ষে ৭ ওভারে একটি মেডেনসহ মাত্র ২১ রানের খরচায় সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর একটি উইকেটের দেখা পান জাস্প্রিত বুমরাহ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766