৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১৭ সেপ্টে ২০২৩ ০৯:০৯
সুরমাভিউ:- সিলেটের শাহপরান থানাধীন নিপবন মনিপুরীপাড়া এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম ফাহিমা বেগম (২৩)। নিপবন মনিপুরীপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন মৃত শহিদ মিয়ার মেয়ে। ফাহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার সকালে পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে তিনি নিজ শয়নকক্ষে গলায় ওরনা দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের অন্যান্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ভেতরে গিয়ে লাশ দেখতে পান।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, খবর পেয়ে রোববার দুপুরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Helpline - +88 01719305766