৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১৭ সেপ্টে ২০২৩ ১০:০৯
সুরমাভিউ:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে একটি চোরাই ট্রাকসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, অপরাধ দমন, আসামি গ্রেফতার, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, চোরাইমাল উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও গ্রেফতারে জেলা পুলিশের কর্মতৎপরতার ধারাবাহিকতায় শনিবার, ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম, এসআই মাসুদ আহমেদ ও এসআই গোপেশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার টুকেরবাজার এলাকা হতে একটি ট্রাকসহ চুরির সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো মো রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন ও মো আব্দুর রহমান ওরফে রনি। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ট্রাকটি টুকেরবাজারে ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চালিয়ে নিয়ে আসে। তাদের নিকট থেকে এই চক্রের আরও কয়েকজনের মাধ্যমে ট্রাকটি কেটে টুকরো টুকরো করে বিক্রি করার জন্য টুকেরবাজারে ভাঙারির দোকানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Helpline - +88 01719305766