২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১৬ সেপ্টে ২০২৩ ০৭:০৯
জৈন্তাপুর প্রতিনিধি:- জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশের মানুষের চিকিৎসা সেবার উন্নয়নে দেশের প্রতি’টি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কল্যাণ কেন্দ্র নিমার্ণ করে জনগণের মৌলিক চাহিদা পুরণ করে যাচ্ছেন। স্বাস্থ্য সেবা হচ্ছে মানুষের অন্যতম মৌলিক চাহিদা, শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে চিকিৎসা ক্ষেত্র অগ্রাধিকার দিয়েছেন। ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রাম অঞ্চলের গর্ভবতী মহিলা-শিশু সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। দেশের চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকার-কে সহযোগিতা করার আহবান জানান।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে চিকনাগুল উমনপুর এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
আওয়ামী লীগ নেতা আব্দুল মোমেন মুতলিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, মাস্টার নিপেন্দ্র কুমার দাস, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর কর্মকর্তা মঈনুল হোসাইন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য , মতিউর রহমান মতি, বাদশা মিয়া, সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ও ছত্রলীগ নেতা নেহাল পাল।
Helpline - +88 01719305766