মৌলভীবাজারের জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৬ সেপ্টে ২০২৩ ০৯:০৯

মৌলভীবাজারের জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরস্থ শাহ জালাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখা কমিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুভাস চন্দ্র দাশ, সদস্য পিংকু দাশ, উপজেলা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি গোপিকা দাশ শিল মনা, সহ-সভাপতি অটল কৃষাণ সিবেন, কমল বোনার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল নংরুম, অজয় দেব আশু, সাংগঠনিক সম্পাদক স্বরেন্দু দাশ সেকু, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক লিটন দত্ত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  বাবু লাল দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রসাদ বর, মহিলা বিষয়ক সম্পাদক জবা রানি চাষা, পেশাজীবি বিষয়ক সম্পাদক সুরেন্দ্র দাশ, যুব বিষয়ক সম্পাদক খোকন দে, ছাত্র বিষয়ক সম্পাদক তপন কান্টি দাশ প্রমূখ।
এর আগে পশ্চিম জুড়ী ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ধনঞ্জয় দাশ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোপিকা দাশ রিপন।
উল্লেখিত কমিটি আগামী দিনে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ