নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-রিয়াদ-সৌম্য

প্রকাশিত:শনিবার, ১৬ সেপ্টে ২০২৩ ০৯:০৯

নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-রিয়াদ-সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তামিম ইকবালের সঙ্গে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে নিয়ে গত কিছুদিন অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। এবার তাঁকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। এটি তাঁর ক্যারিয়ারের শেষ সুযোগ হতে পারে।

তামিম–মাহমুদউল্লাহর সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান। তবে অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়া হয়েছে। সাকিবের সঙ্গে এশিয়া কাপে খেলা মুশফিকুর রহিম–তাসকিন আহমেদসহ আরও বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সাকিবের পরিবর্তে তাই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল: 
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।