দক্ষিণ সুরমায় যুবক খুন

প্রকাশিত:শনিবার, ১৬ সেপ্টে ২০২৩ ০১:০৯

দক্ষিণ সুরমায় যুবক খুন

সিলেটের দক্ষিণ সুরমায় জাফলং বাস স্ট্যান্ড তাজমহল হোটেলের সামনে মোরশেদ নামের এক বাস হেলপারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় এ ঘটনাটি ঘটে।নিহত মোরশেদ (২৮)। সে সিলেটের গোয়ানঘাট উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোরশেদ নামের বাস হেলপারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলার নিচে ও বাম উরুতে আঘাত করে দুর্বৃত্তরা। এসময় মোরশেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে মোরশেদকে আহত অবস্থায় বাসস্ট্যান্ডের কয়েকজন প্রথমে ইবনে সিনা হাসপাতলে নিয়ে যায়। ইবনে সিনা হাসপাতালে তাকে না রাখলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোরশেদকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ