সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে সাফল্য অর্জন সম্ভব: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

প্রকাশিত:শুক্রবার, ১৫ সেপ্টে ২০২৩ ১১:০৯

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে সাফল্য অর্জন সম্ভব: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

সুরমাভিউ:-  সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে সাফল্য অর্জন সম্ভব। মানুষ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সকল ব্যবসায়ীকে সচেতন হতে হবে। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ক্রেতাদের সাথে সব সময় ভাল আচরণ করতে হবে।

তিনি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নগরীর টুকেরবাজারস্থ হাজী জালাল উদ্দিন মার্কেটস্থ ত্রয়ী জুয়েলার্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ত্রয়ী জুয়েলার্স এর সত্ত্বাধিকারী কাওছার আহমদের সভাপতিত্বে ও সাইফ উদ্দিন সাজনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমদাদ মেম্বার, এলাকার বিশিষ্ট মুরব্বী নেওয়াজ উদ্দিন। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, সুশীল সমাজ, যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানে আগতদের মাঝে শীরনি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ