মৌলভীবাজারে শ্রমিকদের হাতে ঠিকাদার খুন

প্রকাশিত:শুক্রবার, ১৫ সেপ্টে ২০২৩ ১০:০৯

মৌলভীবাজারে শ্রমিকদের হাতে ঠিকাদার খুন
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে  ঠিকাদার সিরাজুল ইসলাম সাইফুল (২৮)কে হত্যা করে পালিয়ে গেছে সাথের খুনিরা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সদর উপজেলার ছিকরাইল গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করা হয়। ঠিকাদার সিরাজুল ইসলাম সাইফুল রাজনগর উপজেলার মালিকোনা গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সূত্রে জানা যায়,জয়নাল মিয়ার বাড়িতে একটি ঘরের কাজের ঠিকাদারী নিয়েছিলেন সিরাজুল ইসলাম সিরাজ এ সুবাধে একটি ঘরে আরও চারজনকে নিয়ে থাকতেন সিরাজ  শুক্রবার জয়নাল মিয়ার ছেলে মাহিন কাজ দেখতে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।
পরে ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে সিরাজুলের মৃতদেহ  পড়ে থাকতে দেখে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ