৪২ ওভারের ম্যাচে পাকিস্তানের রানের পাহাড়

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ সেপ্টে ২০২৩ ১০:০৯

৪২ ওভারের ম্যাচে পাকিস্তানের রানের পাহাড়

৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে পাকিস্তান দল। দুইবার বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪২ এ আনা হয়েছে।

প্রথম দফা বৃষ্টির কারণে টস হয়েছে দুই ঘণ্টা বিলম্বে। এজন্য ৪৫ ওভারে কমিয়ে আনা হয়েছে শ্রীলংকা-পাকিস্তান ম্যাচ। এরপর স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে আরো একবার বৃষ্টির হানা। ২৭.৪ ওভারের সময় তুমুল বৃষ্টি শুরু হওয়ায় মাঠ ছাড়তে হয় খেলোয়াড়দের। পরে বৃষ্টি থামলে ফের শুরু হয় ম্যাচ।

চলমান শ্রীলংকা ও পাকিস্তানের ম্যাচটি বলা চলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল। কারণ আজকের ম্যাচে যে দল জিতবে সে দলই ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে শুরুটা ভালো হয়নি টস জিতে ব্যাটিং করতে নামা পাকিস্তানের। প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল মাত্র ১৩। আর ১০ ওভার শেষে ৪০ রান করে তারা। তবে শেষমেশ ধাক্কা সামলে রানরেটে এগিয়ে যায় বাবর আজমরা। ৮৬ রান করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ রিজওয়ান। প্রথমবারের মতো হাফ সেঞ্চুরি করে বেশ ভালো ভূমিকা রাখেন আব্দুল্লাহ শফিক।